চট্টগ্রাম:সরবরাহ বাড়ায় কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজিতে অন্তত ১০ টাকা পর্যন্ত কমেছে।এদিকে আগের সপ্তাহের মতো সবজির দাম স্থিতিশীল থাকলেও এখনো ঊর্ধ্বগতি মাছ-মাংসের দাম। শুক্রবার (৩ অক্টোবর) সকালে নগরের চকবাজার, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট কাঁচা বাজারে গিয়ে এসব তথ্য পাওয়া যায়। বাজারে দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ৬০ টাকার ওপরে ছিল। ব্যবসায়ীরা বলেছেন, দুই সপ্তাহ ধরে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় দামও কমেছে। সামনে দাম আরও কমতে পারে। সবজির বাজারে বেগুন, কাঁকরোল, শিমসহ কয়েক পদের সবজির দাম কমেছে। বেগুন ১০০ থেকে ১২০ টাকা ছিল গত সপ্তাহে। এ সপ্তাহে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল, পটল ১০০ টাকা থেকে কমে ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা থেকে ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।...