গাজার দিকে নৌবহর চালাচ্ছে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’। আল জাজিরা জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইসরায়েলি বাহিনী ইয়টটিকে আটক করতে পারেনি। লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নৌযানটি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে এগিয়ে যাচ্ছে। জিও ট্র্যাকার অনুযায়ী, ‘ম্যারিনেট’ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছে। জাহাজটি পোলিশ পতাকার অধীনে চলছে এবং এতে ছয়জন আরোহী রয়েছেন। ফ্লোটিলা আয়োজকরা জানান, জাহাজটি স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত এবং এখনও যোগাযোগে রয়েছে। ক্যাপ্টেন এক ভিডিওতে জানান, নৌযানের ইঞ্জিনের সমস্যা সমাধান করা হয়েছে এবং যাত্রা অব্যাহত রয়েছে। এর আগে বুধবার রাত থেকেই ইসরায়েলি বাহিনী নৌযানগুলোতে অভিযান চালায়। দুই শতাধিক যাত্রী আটক করা হয়েছে, যাদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। গ্রেটা বলেছেন, “ইসরায়েলি...