জোর করে বা হুমকি দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অন্যের জমিতে প্রবেশ করে এবং সে জমি নিজের বলে দাবি করে কিংবা ভোগদখলে নেয়, তাহলে সেটি জোরপূর্বক জমি দখল হিসেবে বিবেচিত হয়। যেসব আইন প্রয়োগ করা যায়বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জোরপূর্বক জমি দখল করা একটি ফৌজদারি ও দেওয়ানি উভয় অপরাধ। দণ্ডবিধি ৪৪১ ধারা – অবৈধ অনুপ্রবেশ (Criminal Trespass) অনুমতি ছাড়া কারও জমিতে প্রবেশ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। দণ্ডবিধি ৫০৬ ধারা – ভয়ভীতি বা হুমকি প্রদানহুমকি বা ভয় দেখিয়ে জমি দখল করা হলে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায়। প্রাথমিক করণীয়জমি দখলের শিকার হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন: সিভিল কোর্টে মামলা করার প্রক্রিয়াপ্রশাসনিক ব্যবস্থা কাজ না করলে আপনি সিভিল কোর্টে মামলা করতে পারেন। এ প্রক্রিয়ায় যা করতে হয়: অনেক...