ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজ শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদনে হতাহতের সর্বশেষ এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুয়ালোইয়ের কারণে সৃষ্ট বন্যায় আনুমানিক ১৬ লাখ কোটি ডং (৬০ দশমিক ৩ কোটি ডলার) সমমূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আগের দিন তাদের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৩ দশমিক ৫৮ কোটি ডলার হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছিল।...