ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সিদোয়ারজো শহরে একটি বহুতল বোর্ডিং স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়। তবে দুর্যোগের কয়েকদিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৫৯ জনের মধ্যে আর কারও জীবিত থাকার কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নামাজের জন্য শিক্ষার্থীরা জড়ো হওয়ার সময় স্কুলের একটি অংশ হঠাৎ ধসে পড়েছিল। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও সাংবাদিকদের জানান, শুক্রবার অজু এলাকায় চাপা পড়ে থাকা দুই ছাত্রের মৃতদেহ পাওয়া যায়। পরে সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান নানাং সিগিত নিশ্চিত করেন, কাছাকাছি আরও একটি মৃতদেহ পাওয়ায় মৃতের সংখ্যা মোট আটজনে দাঁড়িয়েছে। এই তিনটি মৃতদেহ উদ্ধারের আগে নিখোঁজ ৫৯ জন ধ্বংসস্তূপের...