গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় ড্রাম ট্রাকের চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে আরও দুজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০), সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তানিম (৪) এবং অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে আহতরা হলেন, নিহত শিশুর বাবা সিরাজগঞ্জের হাফিজুর (৪০) ও তার মা সালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নরসিংদী যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।...