বেশির ভাগ ক্ষেত্রে নারীরা নিজের স্বাস্থ্যের প্রতি খুব বেশি যত্নবান হন না। নারীদের এমন কিছু রোগ রয়েছে, যেগুলো নিয়ে কথা বলতেও স্বাচ্ছন্দ্য করেন না তারা। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা জটিলতা দেখা দিতে থাকে। নারীরা সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি, ঋতুস্রাবসংক্রান্ত জটিলতা, স্তন ক্যানসার, জরায়ুর ক্যানসার, যৌন ও প্রজননবিষয়ক রোগ, হরমোন সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগে থাকেন। অনেক সময় নারীরা এসব রোগ সম্পর্কে আলোচনাও করতে চান না। আবার দেখা যায় যে, মেনোপজের পর নারীদের হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়।আরো পড়ুন:সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো?যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে নারীদের অটোইমিউন ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। দেখা যায় যে শরীরের কোষগুলো সুস্থ কোষকে আক্রমণ করে। নানাবিধ অটো ইমিউন রোগে নারীরাই আক্রান্ত হন সবচেয়ে বেশি। সাধারণ...