দেশের সব বিমানবন্দরের নিরাপত্তায় নতুন করে এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি) বাহিনী হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা দেওয়া এবং হুমকি প্রতিরোধের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ বজায় রাখার জন্য এ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । এ ব্যাপারে সুপারিশ প্রণয়ন করতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানকে। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি রাখা হয়েছে। সূত্র জানায়, দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় একটি বিশেষ বাহিনী গঠন করতে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করে বিমান বাহিনী। এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কমিটি গঠন করা হয়। বিশেষ এ বাহিনীর প্রধান কোন বাহিনী থেকে আসবেন, বাহিনীর সদস্যসংখ্যা কত হবে, কী হবে তাদের কাজের পরিধি, কোন কোন...