০৩ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম জাতীয় মাছ ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে আজ শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে দেশের উপকূলীয় ৭ হাজার ৩৩৪ বর্গকিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মৎস্য বিজ্ঞানীদের সুপারিশে প্রতিবছর আশ্বিনের বড় পূর্ণিমার আগে-পরের এই সময়টাকে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের প্রজনন সময়ের পরিবর্তন লক্ষ্য করায় সময়সূচি কিছুটা এগিয়ে-পিছিয়েও নেয়া হয়। গবেষণায় দেখা গেছে, আশ্বিনের বড় পূর্ণিমার আগে-পরেই ঝাঁকে ঝাঁকে মা ইলিশ সমুদ্র থেকে উপকূলীয় নদ-নদীতে উঠে আসে। ভোলার পশ্চিম আউলিয়া, তজুমদ্দিন, মনপুরা, পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলি, ধলচর, মৌলভীরচর, কালিরচর, মীরসরাইয়ের মায়ানী পয়েন্ট এবং কুতুবদিয়া পয়েন্টে তারা ডিম ছাড়ে। এরপর আবার সমুদ্রে ফিরে যায়।...