২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব পেরিয়ে খেলতে পারেনি জিম্বাবুয়ে। আফ্রিকার এই দেশটিকে টপকে সেবার বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছিল উগান্ডা। তবে এক বছর পর নিজ দেশের সমর্থকদের সুসংবাদ এনে দিয়েছে জিম্বাবুয়ে। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে সিকান্দার রাজার দল। গতকাল আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজাদের সঙ্গে আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে। এ নিয়ে টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে নামিবিয়া। হারারেতে আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে একপেশে লড়াইয়ে হারিয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে কেনিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান করেছিল। ছোট লক্ষ্য তাড়ায় ১৫তম ওভারেই ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় জিম্বাবুয়ে। আর তাতেই...