দুর্দান্ত গতি আর চোখ ধাঁধানো সুইংয়ে প্রথম ওভারেই জোড়া শিকার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এভাবেই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হলো মারুফা আক্তারের। গতকাল থেকে তার সেই দুটি ডেলিভারি অনলাইনে কোটি কোটিবার দেখা হয়েছে। মুগ্ধ হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। লাসিথ মালিঙ্গা তো এটাকে ‘বিশ্বকাপের সেরা ডেলিভারি’ বলেছেন। মুগ্ধতা প্রকাশ করেছেন সাবেক ভারত অধিনায়ক মিতালী রাজও। শারজায় গতকাল পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকানো দারুণ ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করে দেন মারুফা। তার এই ডেলিভারিটিই আলোচনার কেন্দ্রে। আইসিসির ম্যাচ বিশ্লেষণে মিতালি রাজ বলেন, ‘প্রথমত সে দারুণ সুইং করাতে পেরেছে। তবে আপনি যদি সঠিক লাইন লেন্থের সঙ্গে বলে গতি ধরে রাখতে না পারেন, তাহলে সুইং কাজে আসে না। কিন্তু সে (মারুফা) এটা যথাযথভাবে করতে পেরেছে। পুরস্কারস্বরূপ পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়েছে।...