০৩ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে মাতামুহুরী নদীর মিঞ্জিরি পয়েন্টে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরি নদীর তীর ঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মোঃ সোহান ও মোঃ শাকিল নামের দুই পর্যটক। দুপুরে তাঁরা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসাথে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে মোঃ সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। ওই সময় সাথে থাকা মোঃ শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন। শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসলে নামলে স্রোতের টানে...