০৩ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ধামরাই থানায় মামলা (নং-৪) দায়ের হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। এর আগে ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে ডাকাতদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ঝালকাঠি জেলার রাজাপুর থানার মিজানুর রহমান (৪২), বরিশালের হাফিজুর রহমান টুকু (৪৭), ইমরান ব্যাপারি (৩৩), ফরিদপুরের ইলিয়াস কাজী (৩৭) ও ভোলার মনির হোসেন (৪৭)। বর্তমানে তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ধামরাই থানার এসআই এস এম কাউসার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।...