বাবা ও ছেলে, দুজনেরই জন্ম, বেড়ে ওঠা ও ফুটবলের পথে ছুটে চলা, সবই ফ্রান্সে। বাবা তো ফ্রান্সের ইতিহাসে তথা ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরাদের একজন। তবে জাতীয় দলের ক্ষেত্রে ছেলে ফিরে গেলেন তাদের পরিবারের শেকড়ে। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান খেলবেন আলজেরিয়ার হয়ে। প্রথমবার আলজেরিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন লুকা। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে সামনের ম্যাচ দুটির স্কোয়াডে ঠাঁই পেয়েছেন ২৭ বছর বয়সী এই গোলকিপার। বাবার মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে জাতীয়তা বদলে আলজেরিয়ার হয়ে খেলার আবেদন করেছিলেন লুকা। সপ্তাহ দুয়েক আগে তাকে সেই অনুমতি দেয় ফিফা। এরপর দলে ঢুকতেও খুব বেশি সময় লাগল না তার। লুকার দাদা-দাদিন, অর্থাৎ জিনেদিন জিদানের বাবা-মা আলজেরিয়ার যুদ্ধের আগে স্বদেশ ছেড়ে পাড়ি জমান ফ্রান্সে। তবে পরিবারের সেই পুরোনো পরিচয়কে...