ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত! কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে দারুণ দুটি ডেলিভারিতে বোল্ড করেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার। পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারে পরপর দুটি দুর্দান্ত ডেলিভারি আলোচনায় নিয়ে এসেছে মারুফাকে। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও ফেসবুকে মারুফার বোলিংয়ের প্রশংসা করেছেন। পাকিস্তান ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকানো ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বোল্ড করে দেন মারুফা। মারুফার পরের বলটিও ছিল আরেকটি চমৎকার ইনসুইং ডেলিভারি। ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন ব্যাটে খেলতে গিয়েও সুইংয়ের কারণে ঠিকমতো খেলতে পারেননি। বল তাঁর ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। মারুফার দুটি ডেলিভারিই অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে ভেতরে ঢুকেছে। নতুন বলে মারুফর এমন নিয়ন্ত্রণ দেখে সবাই মুগ্ধ। আইসিসি মারুফার এ দুটি ডেলিভারি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।...