ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন শোষণ, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার শাহাদাতের মধ্য দিয়েই দেশে গণজাগরণের সূচনা হয়েছিল। তিনি বলেন, ডাকসুর পক্ষ থেকে ৭ অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হবে। একইসঙ্গে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকেও ওইদিনকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এর আগে রাত ১১টা ৫ মিনিটে আবু সাদিক কায়েম দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে আবরারের কবর জিয়ারত করেন। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ, ইসলামী ছাত্রশিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত...