ফুটবলের ইতিহাসে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মানেই ছিল ভয়ের নাম। কিন্তু সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। সর্বশেষ চার ম্যাচে মাত্র একটি জয় এটাই বুঝিয়ে দেয় ইউরোপিয়ান জায়ান্টদের নাজুক অবস্থার বাস্তবতা। বিশ্বকাপ বাছাইপর্বে সরাসরি টিকেট নিশ্চিত করতে এখন নিজেদের পুরনো ছন্দ খুঁজে পাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই জার্মানদের সামনে। আগামী ১০ অক্টোবর বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। এর তিন দিন পর প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড। দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান। গত মাসেই নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন ম্যাচের হারের পর জয় পায় দলটি। এবার সেই সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর জার্মানরা। বর্তমানে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে...