নিজস্ব প্রতিবেদক : প্রশ্ন: শিশুর নাম ‘বিসমিল্লাহ’ রাখা যাবে কি? উত্তর সংক্ষেপে: শরিয়তের দৃষ্টিতে "বিসমিল্লাহ" নাম রাখা সরাসরি হারাম বা গুনাহের কাজ নয়, কারণ এতে কোনো কুফরি বা অবমাননাকর অর্থ নেই। এটি একটি পবিত্র বাক্য—"বিসমিল্লাহির রাহমানির রাহিম"—যার অর্থ: আল্লাহর নামে শুরু করছি। তবে এই নাম রাখা মোটেই সুপারিশযোগ্য বা "উত্তম" নয়, কারণ: এটি একটি পূর্ণ বাক্য, কোনো ব্যক্তিবাচক নাম নয়। ডাকনাম বা রাগান্বিত সময়ে কেউ যদি সন্তানের নাম নিয়ে বিরক্তি প্রকাশ করে, তাহলে পবিত্র বাক্যটি অবমাননার শিকার হতে পারে, যা মারাত্মক আদববিরোধী ও অশোভন। ইসলামী শিষ্টাচার অনুসারে, আল্লাহর নাম বা কোরআনিক বাক্যকে সাধারণ চলন-বলনে ব্যবহার না করাই উত্তম। ইসলাম ধর্মে নাম রাখার সময় ৩টি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়: সুন্দর ও অর্থবহ নাম হওয়া, যেমন — ইমান, সুমাইয়া, মারিয়াম, আয়েশা,...