ইসরায়েলি নৌবাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাচ্ছিল এমন একটি আন্তর্জাতিক ত্রাণবহরে হামলা চালিয়ে ৪৭টি দেশের ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ত্রাণবহরটির আয়োজকরা। খবর আনাদুলুর। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ৪২টি নৌকা অবৈধভাবে আটক করেছে ও তাদের যাত্রীদের অবৈধভাবে অপহরণ করা হয়েছে। আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ব দেখল যখন বেসামরিক লোকেরা অবরোধের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায় তখন কী ঘটে। কর্মীদের আটক করার পর দক্ষিণ ইসরায়েলের আশদোদ বন্দরে স্থানান্তর করা হয়েছে বলে সুমুদ ফ্লোটিলা নিশ্চিত করেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আটক কর্মীরা আশদোদ বন্দরে যাচ্ছেন, যেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। আটক হওয়া কর্মীদের মধ্যে ছিলেন স্পেনীয়, ইতালীয়, ব্রাজিলীয়, তুর্কি, গ্রিক, আমেরিকান, জার্মান, সুইডিশ, ব্রিটিশ ও ফরাসি...