প্রাণ কতটা মূল্যহীন, জীবন কতটা অনিশ্চিত– তা যেন বোঝা যায় ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে তাকালে। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতি মুহূর্তে ঝরছে প্রাণ। নিহতের সংখ্যা বাড়ছেই। গাজা এখন এক ধ্বংসস্তূপ। গাজা ঘিরে এখন যে আগ্রাসন, তার সূত্রপাত এক শ বছরের কিছু সময় আগে। তবে ফিলিস্তিন–ইসরায়েল মূল সংকট শুরুর বয়স তিন হাজার বছরেরও বেশি। আল জাজিরা লিখেছে, শিকড়ের টানেই এত বছর ধরে চলছে ইসরায়েল–ফিলিস্তিনি সংঘাত। আর সেই সংঘাতের পেছনেও রয়েছে আরেক কাহিনি। ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে এতদিনের সংঘাতের শুরুটা আসলে কোথায়? আজ থেকে প্রায় ১০০ বছরের বেশি সময় আগের কথা। সালটা ১৯১৭। প্রথম বিশ্বযুদ্ধ তখনো শেষ হয়নি। এরই মধ্যে খবর পাওয়া গেল ব্রিটেনের তখনকার পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা লিওনেল ওয়াল্টার রথচাইল্ডকে নাকি একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি মাত্র ৬৭ শব্দের। সেই...