মানবসভ্যতার ইতিহাসে যুদ্ধ সবসময়ই সবচেয়ে ভয়াবহ ক্ষতের নাম। আজকের লেখাটি সেই যুদ্ধ বিধ্বংসী সময়ের আবহে, যুদ্ধের সময়ের।আমরা সত্যিকার অর্থেই যুদ্ধ সময়ে বাস করছি। যুদ্ধ হচ্ছে এমন কর্মকাণ্ড যার ধ্বংসস্তূপের ভেতরে হারিয়ে যায় নিরীহ মানুষের আর্তনাদ, শিশুর ভবিষ্যৎ এবং সভ্যতার বিবেক। এই প্রেক্ষাপটে, প্রতীকী শিল্পকর্ম, নৌযাত্রা বা শান্তির উদ্দেশ্যে নেওয়া কার্যক্রম হয়ে ওঠে মানবতার এক জোরালো প্রতিবাদ। সম্প্রতি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)’— এমন একটি আন্তর্জাতিক নৌকামিছিল, যা গাজার অবরোধ ভাঙতে এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করেছিল। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক সাগরেই সেটিকে বাধা দেয়, অনেক নৌকা আটক করে এবং শত শত কর্মীকে অন্তরীণ করে। এই ঘটনার আলোকে স্পষ্ট হয়ে ওঠে—মানবতার প্রতীক শুধু শিল্পে নয়, বরং বাস্তব জীবনের সাহসী কর্মযজ্ঞেও বিদ্যমান। যতটুকু জানা যায়, সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকেও গাজায়...