মানব জীবনের চূড়ান্ত পরিণতি নিয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন—ভালো কাজ ও সৎ আমলকারীদের জন্য জান্নাত অনিবার্য পুরস্কার, আর যারা খারাপ কাজ, পাপাচার ও অন্যায়ে জীবন অতিবাহিত করবে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে ভয়াবহ জাহান্নাম। যুগে যুগে আল্লাহর নবী-রাসূলগণ মানুষকে সতর্ক করেছেন, দেখিয়েছেন সৎপথের দিশা। তবুও মানুষ নানা কারণে ভুলে যায়, খারাপ কাজ করে, অন্যায়ের পথে ঝুঁকে পড়ে। ধর্মবিশারদরা বলেন, জান্নাত ও জাহান্নাম নিয়ে কেবল গল্প নয়, বরং এটি অনন্ত বাস্তবতা। এখানে কোনো ছলচাতুরি বা অজুহাত চলবে না। জীবন শেষে প্রত্যেকে তার আমল অনুযায়ী চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যাবে। ইসলামী গ্রন্থগুলোতে এমন বহু কাজের উল্লেখ রয়েছে যা মানুষকে সরাসরি জাহান্নামের দিকে ঠেলে দেয়। এর মধ্যে প্রধান কয়েকটি হলো শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন,...