ভেনিজুয়েলার সরকার তাদের সীমান্তের কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের উপস্থিতিকে ‘অবৈধ অনুপ্রবেশ’ ও ‘সামরিক হয়রানি’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, এটি ‘জাতির নিরাপত্তার জন্য হুমকি’। খবর আল জাজিরার। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো বলেছেন, তারা কমপক্ষে পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান শনাক্ত করেছেন। তিনি এটিকে ‘মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলার উপকূলের কাছে আনার সাহস করেছে’ বলে উল্লেখ করেন। পাদ্রিনো একটি বিমানঘাঁটি থেকে বক্তব্য দেওয়ার সময় বলেন, আমরা তাদের ওপর নজর রাখছি... এবং এটি আমাদের ভয় দেখায় না। এটি ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখায় না। তিনি আরও বলেন, আমাদের ক্যারিবিয়ান সাগরের কাছাকাছি উড়ন্ত এই বিমানগুলোর উপস্থিতি একটি উসকানি, জাতির নিরাপত্তার জন্য হুমকি। ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতি বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো আমাদের উপকূল থেকে ৭৫ কিলোমিটার (৪৬.৬ মাইল) দূরে শনাক্ত...