প্রাক্তন অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না। কয়েক দিন আগে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে মজার একটি ঘটনা শেয়ার করেছেন অক্ষয় ঘরণী। এই গল্পটি টুইঙ্কেল তার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর নতুন পর্বে ভাগ করে নেন। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষি কাপুরের পুত্রবধূ আলিয়া ভাট, বরুণ ধাওয়ান। টুইঙ্কেল সেই ঘটনা স্মরণ করে বলেন, “আমি প্রায় একজন কাপুরই হয়ে গিয়েছিলাম, সেটা আলিয়ার শ্বশুরের (ঋষি কাপুর) কারণে। আমার জন্মদিনে উনি খুব আন্তরিকভাবে টুইট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন—‘তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তখন আমি তাকে গাইতে গাইতে প্রেম নিবেদন করছিলাম।’ ব্যস! সবাই ধরে নিল আমি ওনার অবৈধ মেয়ে। পরে উনিও ট্রলের শিকার হন এবং ক্ষমা চেয়ে বলেন, ‘না না, আমি দুঃখিত।”আরো পড়ুন:গোপন বিয়ের ছবি প্রকাশ না করার কারণ...