রুহি আখতার একজন ব্রিটিশ বাংলাদেশি মানবাধিকার কর্মী। তার পুরো নাম রুহি লরেন আখতার। রুহি আখতারের বাবা বিলাত প্রবাসী কাপ্তান মিয়া বাংলাদেশি অভিবাসী। রুহির পুরো নাম রুহি লরেন আখতার। তার জন্ম যুক্তরাজ্যের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে। রুহি বসবাস করেন যুক্তরাজ্যের এলসউইক ওয়ার্ডে। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে পডিয়াট্রিস্ট হিসেবে কাজ করেছেন। রুহি লরেন আখতার ২০১৫ সালে তিন বছর বয়সী সিরীয় শরণার্থী শিশুর নিথর দেহের ছবি দেখে স্বেচ্ছাসেবী হতে আগ্রহী হয়ে ওঠেন। এবং মানবাধিকার নিয়ে কাজ শুরু করেন। তিনি ডানকার্কের শরণার্থী শিবিরে সহায়তা দিতে শুরু করেন।আরো পড়ুন:যার হাতের নখের দৈর্ঘ্য জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশিসকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো? যার হাতের নখের দৈর্ঘ্য জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি ওই বছরের সেপ্টেম্বরে তিনি গড়ে তোলেন ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস’—যা এখনো...