প্রশ্ন : মুসলমানদের জন্য বিধর্মীদের উৎসবে অংশ নেওয়া কি জায়েজ? উত্তর : বিজাতীয়দের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ তো দূরের কথা, তাদের সাদৃশ্য ধারণ করতেও নিষেধ করা হয়েছে। নবী কারিম (সা.) ইরশাদ করেন, যে কোনো জাতির সাদৃশ্য ধারণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। [সুনানু আবি দাউদ : ৪০৩১]। এ ছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সঙ্গে তাদের ভ্রান্ত বিশ্বাস জড়িত থাকে। তাই ভিন্ন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা সংশ্লিষ্ট ধর্মের ভ্রান্ত বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করারই নামান্তর, যা শুধু অবৈধই নয়, বরং কুফরি। এসব কারণে ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবের দিনে মুসলিমানদের তাদের থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, অর্থ : তোমরা মুশরিকদের উৎসবের দিন গির্জায় তাদের কাছে যেও না। কারণ, তাদের ওপর আল্লাহর অসন্তোষ নাজিল হয়। [আস-সুনানুল কুবরা...