টানা বর্ষণ ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্বীপের দুই শতাধিক বাড়িঘর হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, যার মূলে রয়েছে পানি নিষ্কাশনের একমাত্র স্লুইস গেটটি বন্ধ থাকা। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে অবিরাম বৃষ্টির কারণে দ্বীপের বিভিন্ন এলাকার উঠান ও রাস্তাঘাট পানিতে ডুবে যায়। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম নিশ্চিত করেছেন, পাঁচটি গ্রামের কয়েকশ ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে এবং জোয়ারের ঢেউয়ে ঘাটে বাঁধা একটি মাছ ধরার ট্রলারও ডুবে গেছে। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার প্রধান কারণ হলো ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পানি চলাচলের একমাত্র স্লুইস গেটটি...