০৩ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩০ এএম মিসর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় “অসংখ্য ফাঁকফোকর” রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটি বাস্তবায়ন সম্ভব, তবে হামাস যদি রাজি না হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠবে। শুক্রবার (৩ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী প্যারিসে ফরাসি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনে এক আলোচনায় বলেছেন, তারা কাতার ও তুরস্কের সহযোগীদের সঙ্গে সমন্বয় করছে যাতে হামাসকে এই পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিতে রাজি করা যায়। তিনি উল্লেখ করেন, পরিকল্পনায় বহু ফাঁক রয়েছে যা পূরণ করা প্রয়োজন, বিশেষ করে গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলোতে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছি এবং হামাসের প্রতিক্রিয়া বুঝতে তাদের...