ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকাররা পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিসূচক বার্তা প্রকাশ দিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকার গ্রুপটি তাদের নিয়ন্ত্রণে নেওয়া পেজ থেকেই বিষয়টি নিশ্চিত করে। তবে পেজটির নাম পরিবর্তন করা হয়নি। সকাল সাড়ে ১০টার পর থেকে পেজটি আর দৃশ্যমান ছিল না। এমনকি ফেসবুকের সার্চ অপশনে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। হ্যাকার গ্রুপটি দাবি করেছে, তারা ব্যাংকের কার্যক্রম নজরদারিতে রেখেছে এবং শিগগির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালাবে। বার্তায় ‘Team MS 47OX’ নাম ব্যবহার করা হয়েছে। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি সত্য। এরই মধ্যে ব্যাংকের আইটি বিভাগ বিষয়টি সমাধানে কাজ শুরু করেছে। আরও পড়ুনইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি...