ঢাকাসহ সারা দেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। ফলে ব্যাহত হচ্ছে কাঁচা পণ্য সরবরাহ। আর সেই অজুহাতে ঢাকায় বেড়েছে কাঁচাবাজারের দাম। বিশেষ করে শাক-সবজি ও কাঁচামরিচের দাম বেশি। বেড়েছে মাছের দামও। বাজারে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে কাঁচামরিচের কেজি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০-১৮০ টাকা। কারওয়ান বাজার, রামপুরা, শেওড়াপাড়া, মিরপুর ১ নাম্বার, নিউমার্কেট, হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার নিচে পাওয়া দুষ্কর। চিচিঙা, ধুন্দল, ঢ্যাঁড়শ, পটল, করলা, কাঁকরোল, বরবটি ও বেগুনের দাম ৮০ থেকে ১৪০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। গোল বেগুনের কেজি এখন ২০০ থেকে ২২০ টাকা, যা ব্রয়লার মুরগির দামের চেয়েও...