প্রতি বিশ্বকাপেই টুর্নামেন্টের জন্য তৈরি বিশেষ বল আলাদা করে নজর কাড়ে। ২০২৬ সালের বিশ্বকাপের জন্য এডিডাস তৈরি করেছে ‘ট্রায়ন্ডা’। নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো অনুষ্ঠানে গতকাল এই বল প্রকাশ্যে এনেছে ফিফা। এই বল প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান। এরপরই অনুষ্ঠানের সঞ্চালক ট্রায়ন্ডাকে সবার সামনে তুলে ধরেন। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো—এই তিন দেশ যৌথভাবে আয়োজক হওয়ায় বলটির নামকরণ হয়েছে ‘ট্রায়ন্ডা’। এখানে ‘ট্রি’ মানে তিন আয়োজক দেশ, আর ‘ওন্ডা’ এসেছে স্প্যানিশ শব্দ থেকে, যার অর্থ তরঙ্গ বা ছন্দ। বলটির নকশায় ব্যবহার করা হয়েছে নীল, লাল আর সবুজ রং—যা যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর প্রতীক। ট্রায়ন্ডার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি প্রথম বিশ্বকাপ বল যা আয়োজক দেশগুলোর আবহাওয়া মাথায়...