০৩ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত বলেছেন, গত ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় ইরানের আক্রমণক্ষমতা এখন ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি এই তথ্য স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এবং সামরিক প্রস্তুতি ও শক্তিশালীকরণের নানা দিক তুলে ধরেন। নেজাত বলেন, জুনে যে ১২ দিনের প্রতিরক্ষামূলক লড়াই হয়েছিল, সেখানকার দুর্বলতা ও ঘাটতিগুলো বিশদভাবে বিশ্লেষণ ও সংশোধন করা হয়েছে। এজন্য আইআরজিসি তথা এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো অব্যাহতভাবে প্রস্তুতি ও দুর্বলতা দূরীকরণে মনোযোগ দিয়েছে—ফলশ্রুতিতে আক্রমণক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এসব পরিবর্তন প্রধানত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল অর্জন ও অনুশীলনের মাধ্যমে এসেছে। জেনারেল নেজাত বলেন, ‘ট্রু প্রমিজ–টু’ অভিযান পরবর্তী...