০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পত্নীতলা থানা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নজিরপুর-গগনপুর সড়কের গোড়হাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান মিন্টু মোটরসাইকেলে গগনপুর এলাকা থেকে নজিপুর আসছিলেন। পথে গোড়হাড়িয়ায় গাছের গুড়ি বোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দিলে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হাবিবুর রহমান মিন্টু ছিলেন সাবেক ফুটবলার, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় নেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী...