মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আগুনের মত ছড়িয়ে পড়ে পাকিস্তানের বিপক্ষে মারুফা আক্তারের প্রথম ওভারের ডেলিভারি করা বলের ভিডিও। দুর্দান্ত লেট ইনসুইঙ্গারে জোড়া উইকেট শিকার করেছেন তিনি। আর অসাধারণ সেই ইনসুইং বোলিংকে নারী বিশ্বকাপের সেরা ডেলিভারি বলে আখ্যা দিলেন কিংবদন্তী লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। মারুফার উইকেট শিকারি সেই ডেলিভারির একাধিক ভিডিও নিজেদের অফিসিয়াল পেইজে প্রকাশ করেছে আইসিসি। যেখানে মারুফার এই ডেলিভারিকে বিশ্লেষণ করেছেন ভারতীয় সাবেক অধিনায়ক মিতালি রাজ। আর সেই ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন মালিঙ্গা। যার ক্যাপশনে এই লিজেন্ড লিখেছেন, ‘পিওর স্কিল, এক্সিলেন্ট কন্ট্রোল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’ এদিকে মিতালি রাজ তার বিশ্লেষণে বলেন, ‘প্রথমত সে সুইং পাচ্ছে এবং ঠিক লাইনে বলও করেছে। সুইং পাওয়া ভালো। তবে ঠিক লাইন লেন্থে বল না করলে সাফল্য পাওয়া যায় না।...