কেনিয়াকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার আফ্রিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের সেমিফাইনালে ৭ উইকেটে জিতে নিশ্চিত করল বিশ্বকাপের টিকিট। ১৭তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে। আসছে আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। জিম্বাবুয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ২০২২ সালে। তবে ২০২৪ সালের বিশ্বকাপে জায়গা করতে পারেনি তারা, উগান্ডার কাছে হেরে বিদায় নিয়েছিল বাছাইপর্বেই। ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে কেনিয়া। কিন্তু তাদের ইনিংস থেমে যায় মোটে ১২২ রান তুলেই। দলের পক্ষে একমাত্র লড়াই করেন রাকেপ প্যাটেল। তিনি করেন ৪৭ বলে ৬৫ রান। বাকিদের ব্যাটিং ছিল হতাশাজনক। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে বোলিং করেছেন অধিনায়ক সিকান্দার রাজা। ৪ ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি তিনি। সবচেয়ে কার্যকর ছিলেন ব্লেসিং মুজারাবানি। তিনি ৪...