শরৎকাল মানেই বাঙালির হৃদয়ে এক বিশেষ আনন্দ বয়ে আনে দুর্গাপূজা। প্রবাসের মাটিতেও এই আনন্দ থেকে পিছিয়ে নেই লন্ডনের বাঙালি হিন্দু সম্প্রদায়। প্রতি বছরের মতো এবারও উৎসবের আমেজে সাজানো হয়েছে লন্ডনের বিভিন্ন পূজা মণ্ডপ। দুর্গাপূজাকে ঘিরে লন্ডনে শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিও অনুষ্ঠিত হয়। সকালে পূজা ও অঞ্জলি, সন্ধ্যায় আরতি, নাটক, গান, নৃত্য ও কুইজ প্রতিযোগিতা প্রবাসী বাঙালিদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। পূজা মণ্ডপগুলোতে প্রবাসী বাঙালিরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে খোঁজখবর নেন, পুরোনো সম্পর্ক নবায়ন করেন এবং নতুন বন্ধুত্বের সূচনা হয়। শিশু-কিশোরদের জন্যও থাকে আলাদা বিনোদনের ব্যবস্থা। বর্তমানে যুক্তরাজ্যজুড়ে প্রায় ৩০ থেকে ৩৫টি দুর্গাপূজা মণ্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হয়। শুধু লন্ডনেই রয়েছে একাধিক পূজা মণ্ডপ, যার মধ্যে কিছু আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছে। ইউকে-তে মোট প্রায়...