২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক তরজায় ঘুরে ফিরে আসছে অনুপ্রবেশ প্রসঙ্গ। জনবিন্যাস নিয়ে ফের উদ্বেগ প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগে লালকেল্লায় স্বাধীনতা দিবসে একই কথা শোনা গিয়েছিল তার মুখে। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ফলে জনবিন্যাস অর্থাৎ বিভিন্ন ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যার তারতম্য ঘটছে। এমনটাই দাবি করে আসছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর শতবর্ষ উপলক্ষে বুধবার নয়া ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও আরএসএস শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মোদী বলেন, "আমাদের জনবিন্যাস বদলাতে ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশের কারণে আমাদের জাতীয় সুরক্ষা যতটা বিপজ্জনক, এখন তার থেকেও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে জনবিন্যাসের বদল। ফলে বৈচিত্রের মধ্যে ঐক্যের আদর্শও নষ্ট হচ্ছে।" গত আগস্ট মাসে স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী...