এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজেও বাংলাদেশের কাছে পরাজয়ই সঙ্গী আফগানিস্তানের। ৪ উইকেটে পরাজয়ের পর দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দায়ী করেছেন আফগান অধিনায়ক রশিদ খান। জানান, প্রথম ১০ ওভার ভালো বোলিং করতে না পারার খেসারতই দিতে হয়েছে তার দলকে।রান তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নের মতো। দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন ঝড় তুলেছিলেন শারজাহতে। প্রথম ১১ ওভারে বিনা উইকেটে আসে ১০৯ রান। মনে হচ্ছিল, ১৫২ রানের লক্ষ্য অনায়াসেই তাড়া করে ফেলবে বাংলাদেশ। কিন্তু ওপেনারদের বিদায়ের পর যেন ভেঙে পড়ে গোটা ইনিংস। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার। ভয় ধরিয়ে দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।ম্যাচ শেষে আফগান অধিনায়ক জানান, ছন্দ হারালে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। আর ঠিক সেটিই হয়েছে...