ভলোদিমির টাইমোশচুক এমন একজন ব্যক্তি, যার নাম বেশিরভাগ মানুষ শোনেনি। তবুও সম্প্রতি তার ওপর এক কোটি ১০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। তিনি কোনো অস্ত্র চোরাকারবারি বা মাদকচক্রের প্রধান নন, বরং যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলিদের দাবি, টাইমোশচুক গত ১০ বছরে সবচেয়ে সক্রিয় র্যানসমওয়্যার হামলাকারীদের একজন। অভিযোগ বলছে, তিনি এমন সাইবার হামলায় জড়িত ছিলেন, যা হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র ও মার্কিন বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ইউক্রেনীয় এই নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন বিভিন্ন সাইবার হামলার মূল হোতা, যার কারণে বিশ্বের বিভিন্ন কোম্পানি মোট এক হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি ক্ষতির মুখে পড়েছে। ‘ডেডফোর্জ’ ও ‘বোবা’ নামের ছদ্মনামে পরিচিত এই ব্যক্তি নেটওয়ার্কে অনুপ্রবেশের সফটওয়্যার তৈরি ও পরিচালনার কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। ওই সফটওয়্যার ব্যবহার করে ব্যক্তিগত ডেটা লক...