৪০ বছরের বেশি সময় ধরে ধারাভাষ্য দিচ্ছেন অ্যালান উইলকিন্স। জীবনে তো কম দেখেননি। সেই তিনি মারুফা আক্তারের ডেলিভারি দেখে চমকে গিয়ে বললেন, “হাউ অ্যাবাউট দ্যাট….!’ সেটি কেবলই শুরু। পরের ডেলিভারিতেই মারুফা ঝলক দেখান আবার। দুর্দান্ত দুটি ইনসুইঙ্গারে দুই পাকিস্তানি ব্যাটারকে বোল্ড ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন বাংলাদেশের এই পেসার। নজর কেড়েছেন তিনি লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গারও। এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারে আগুনে ডেলিভারি দুটি বের হয় মারুফার হাত থেকে। মারুফার সহজাত ডেলিভারি ইনসুইঙ্গার (ডানহাতি ব্যাটারের জন্য)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সুইং ও মুভমেন্ট আদায় করে নিতে থাকেন তিনি। শুরুতে স্ট্রাইকে ছিলেন ওপেনার মুনিবা আলি। বাঁহাতি ব্যাটারের জন্য ডেলিভারিগুলো ছিল আউটসুইঙ্গার। টানা তিনটি বেরিয়ে যাওয়া বল অস্বস্তিতে ফেলে মুনিবাকে। চতুর্থ বলে ব্যাটের...