মক্কা ও মদীনায় হজযাত্রীদের আবাসনের জন্য নতুন লাইসেন্সিং ব্যবস্থা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি গেজেট লিখেছে, ২০২৬ সালের হজের জন্য অস্থায়ী হোস্টেল লাইসেন্সিং পরিষেবার মাধ্যমে এ সেবা দেওয়া হবে। হজযাত্রীকে নুসুক মাসার প্লাটফর্মের মাধ্যমে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এ লাইসেন্স গ্রহণ করতে হবে। হজ মন্ত্রণালয় বলছে, পর্যটন মন্ত্রণালয় এবং পৌরসভা ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ পরিষেবা উন্নত করা হয়েছে। সেবার গুণগত মান উন্নত করতেই এ মৌসুমি লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০...