এ দলের চার সদস্য হলেন- সামিন সারওয়াত, তানহিম বিন জসিম, হুজাইফা সাওমান ও তানভীর আহমাদ। তারা সবাই ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় (ইউটিএম) পড়াশোনা করছেন। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লক সিউ ফুক। চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে দলটি পেয়েছে ১০ হাজার রিঙ্গিত (প্রায় তিন লাখ টাকা)। বিজয়ী দলটি তৈরি করেছে ‘কার বাডি’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত মোবাইল অ্যাপ। এ অ্যাপটি স্মার্টফোন বা গাড়ির ক্যামেরার মাধ্যমে চালকের চোখ ও মুখভঙ্গি বিশ্লেষণ করে মাইক্রো-স্লিপ শনাক্ত করতে পারে। অতিরিক্ত ক্লান্তিজনিত দুর্ঘটনা প্রতিরোধে এটি চালককে আগাম সতর্কবার্তা দেয়। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটি চালু হলে বছরে অন্তত ৫০০ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে এবং প্রায় ৪.১ বিলিয়ন রিঙ্গিত (প্রায় ১০ হাজার কোটি টাকা) অর্থনৈতিক ক্ষতি সাশ্রয়...