নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডি-৩২ এ লাখো মানুষ জড়ো করার পরিকল্পনা ফাঁস, পুলিশের অভিযান থামালো হামলা—গোয়েন্দা তথ্য অনুযায়ী ২০-২৫ হাজার লোক জড়ো করার ছক ছিল পুলিশ ও গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় ২০–২৫ হাজার লোক এক ঘণ্টার মধ্যে জড়ো করার পরিকল্পনা রাখা ছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে গত কিছু দিন ধরে এমন ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একাধিক সন্দেহভাজন গ্রেফতার হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত একটি গোষ্ঠী দেশি-বিদেশি অনুকূলকর্তাদের সঙ্গে সমন্বয় করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের লক্ষ্য ছিল—অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা, আইনশৃঙ্খলা ভাঙা এবং বড় ধরনের জনগণসমাগম ও হঠাৎ ঝটিকা মিছিলের মাধ্যমে রাজধানী ঘিরে আক্রোশ সৃজন করা। পুলিশ সূত্র জানায়, পরিকল্পনাটি চালানো হচ্ছিল ভারতে অবস্থানরত দলের কোর গ্রুপের নির্দেশনা থেকে; সমগ্র...