সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে আজ শুক্রবার (৩ অক্টোবর ) জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত আলেম শায়খ উসামাহ খাইয়াত। একই দিনে মদিনায় অবস্থিত মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ সালাহ আল বুদাইর। মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন এ তথ্য জানিয়েছে।মসজিদুল হারামের আজকের জুমার ইমাম শায়খ উসামাহ খাইয়াত মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত আলেম। তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল গনি। ১৯৫৬ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৮ সালে। এরপর ১৯৯৭ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান।অন্যদিকে, মসজিদে নববির আজকের জুমার ইমাম শায়খ সালাহ আল বুদাইর সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। আলেম...