দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। গত বুধবার রাতে ফেনীর সোনাগাজীতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি গত ১৮ বছর দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে ছিল। আমরা মনে করি, বাংলাদেশের জন্য, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত এনশিউর করবে দেশে যে নির্বাচন হবে, সেটি যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যারা জনগণের কাছে...