গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বরে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহর (৪০) নাম জানা গেছে। আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে নরসিংদী যাচ্ছিলেন। পুলিশ জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিল। পথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুইজন মারা যান। এতে আহত হন অটোরিকশার তিন যাত্রী। পরে...