সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় জল্পনা কল্পনা শুরু হয়েছে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে। শহীদদের পরিবার বলছে, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী এক দু মাসের মধ্যেই রায় দেয়া হোক। আর প্রসিকিউশনের দাবি, হত্যা, ষড়যন্ত্র, উসকানিসহ আসামিদের বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে প্রমান করতে সক্ষম হয়েছেন তারা। তবে রায় কবে নাগাদ আসবে তা নির্ভর করছে আদালতের ওপর। জুলাই গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ায় বিচারিক কার্যক্রমের বড় অংশই শেষ হলো। প্রসিকিউটররা জানান, এরপর সপ্তাহ দেড়েক লাগতে পারে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে। এরপরই রায়ের অপেক্ষা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম বলেন, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য একটু সময় নেব। যুক্তিতর্ক উপস্থাপান হলে, এরপর রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে মামলা। এরপর আদালত জানেন,...