র্যাব আমাকে মতিঝিলের গার্ডিয়ান অফিস থেকে তুলে নিয়েছিল। অফিসের সিসি ফুটেজ ছিল, শতাব্দী সেন্টারের সিসি ফুটেজ ছিল। মতিঝিল থেকে পোস্তগোলা ব্রিজ হয়ে কেরানীগঞ্জ টু মোহাম্মাদপুর র্যাব—২। রাজধানীর মতিঝিল থেকে তুলে নেওয়ার পর র্যাব–২ এর হেফাজতে শারীরিক নির্যাতন না হলেও মানসিকভাবে চরম চাপ দেওয়ার অভিযোগ করেছেন প্রকাশক নূর মোহাম্মদ আবু তাহের। শুক্রবার (৩ অক্টোবর ) নিজের ফেসবুক পোস্টে তিনি বিস্তারিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নূর মোহাম্মদ আবু তাহের এর ফেসবুক পোস্ট হুবুহু তুলে ধরা হলো,,, র্যাব আমাকে মতিঝিলের গার্ডিয়ান অফিস থেকে তুলে নিয়েছিল। অফিসের সিসি ফুটেজ ছিল, শতাব্দী সেন্টারের সিসি ফুটেজ ছিল। মতিঝিল থেকে পোস্তগোলা ব্রিজ হয়ে কেরানীগঞ্জ টু মোহাম্মাদপুর র্যাব—২। গার্ডিয়ান অফিসে সকলের সামনে থেকে তুলে নিয়ে অস্বীকার করল। সারা-দিন সারা-রাত অস্বীকার করল। র্যাব—২ এর গারদে আমি। রাত ৯.০০টায় ভালো...