০৩ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩০ এএম রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে মো. জাহিদ নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি ডাইরেক্টরকে (ডিডি) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি,মোবাইলসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, রাত ৯টার দিকে ৯৯৯ নম্বরে ফোন আসে, যেখানে একজন সরকারি কর্মকর্তার সঙ্গে রায়েরবাজার এলাকায় ঝামেলার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশের একটি টহল দল পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, ফুটপাতে দোকান বসানো নিয়ে দোকানদারকে উঠে যেতে বলেন ওই ব্যক্তি, যিনি নিজেকে এনএসআই কর্মকর্তা বলে পরিচয় দেন।...