নিহত শিশু অঙ্কিতা (৩) কালিয়াকৈরের হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে এবং নিখোঁজ শিশু তন্ময় (৯) একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে অঙ্কিতার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। তবে অপর শিশু তন্ময় এখনও নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে অভিযান চলছে। নিহত শিশু অঙ্কিতা (৩) কালিয়াকৈরের হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে এবং নিখোঁজ শিশু তন্ময় (৯) একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে গেলে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়। এরপর থেকে টানা উদ্ধার অভিযান...